
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা যুদ্ধের প্রতিবাদে তার দেশ ইসরাইলের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে এবং তাদের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। গত শুক্রবার গাজা নিয়ে তুর্কি পার্লামেন্টের এক অসাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন, ইসরাইল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে, বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে।
গত বছরের মে মাসে তুরস্ক ইসরাইলের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি করে।
আঙ্কারা গাজার উপর ইসরাইলের যুদ্ধের নিন্দা জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এটিকে গণহত্যা বলে অভিহিত করেছেন - অন্যান্য অনেক বিশ্বনেতা এবং বিশিষ্ট মানবাধিকার সংস্থার মতো - এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তুলনা করেছেন নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের।
‘আমরা ইসরাইলের সাথে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে প্রবেশ করতে দিই না। আমরা তাদের বিমানগুলোকে আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিই না’ -ফিদান বলেন। আল জাজিরার রেসুল সেরদার বলেন, দু’দেশের মধ্যে বছরের পর বছর ধরে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা এসেছে।
সেরদার বলেন, ‘এটি কেবল গাজায় উদ্ভূত মানবিক সংকটের বিষয়ে নয়; তুরস্ক ধীরে ধীরে ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে’। তিনি বলেন, ইসরাইলের সম্প্রসারণবাদ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে আক্রমণ উদ্বেগের কারণ।
বিশেষ করে সিরিয়ায়, আঙ্কারা অভিযোগ করেছে যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে ১৪ বছরের গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং গত ডিসেম্বরে বিদ্রোহীদের দ্রুত আক্রমণে দীর্ঘস্থায়ী শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ পুনর্গঠনের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।
সূত্র : আল-জাজিরা।