নিয়মিত আকাশপথে চলাচল করেন, এমন যাত্রীদের কাছে ফ্লাইট টার্বুলেন্স খুবই পরিচিত। এ সময় উড়োজাহাজের চলার ছন্দে আকস্মিক পরিবর্তনের কারণে যাত্রীরা কাঁপুনি বা ঝাঁকুনি অনুভব করেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি বিপজ্জনক নয়। সাধারণত পাহাড়, ঝড় বা শক্তিশালী জেট স্ট্রিম প্রবাহের কারণে ফ্লাইট টার্বুলেন্স হয়। তাই আশ্চর্যের বিষয় নয় যে টার্বুলেন্সপ্রবণ এলাকার তালিকায় পাহাড়ি অঞ্চলগুলো প্রাধান্য পাবে। তা-ই দেখা গেল ট্র্যাকার সাইট টার্বলি ডটকমের হালনাগাদ তালিকায়। সেখানে তারা ২০২৪ সালের সবচেয়ে টার্বুলেন্সপ্রবণ ফ্লাইট রুটের নতুন নাম প্রকাশ করেছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এবং যুক্তরাজ্যের মেট অফিসের ডাটার ভিত্তিতে তৈরি এ তালিকায় দক্ষিণ আমেরিকার আন্দিজ ও এশিয়ার হিমালয় পর্বতমালার প্রভাব স্পষ্ট। বিশ্বের ৫৫০টি প্রধান বিমানবন্দর সংযুক্ত ১০ হাজার রুট বিশ্লেষণ করার পর দেখা গেছে, সবচেয়ে বেশি টার্বুলেন্সপ্রবণ রুট হলো মেন্ডোজা (এমডিজেড) ও সান্তিয়াগোর (এসসিএল) মধ্যকার ১৯৬ কিলোমিটারের রুট। এ যাত্রার শুরু পানীয়, জলপাই তেল ও পর্বতারোহণ, র্যাফটিং ও ঘোড়ায় চড়ার মতো অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত আর্জেন্টিনার আকর্ষণীয় মেন্ডোজা অঞ্চলে। এরপর ফ্লাইটটি আন্দিজ পর্বতমালা পেরিয়ে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছায়, যা একটি উপত্যকায় অবস্থিত এবং এর চারপাশে রয়েছে বরফঢাকা আন্দিজ ও চিলিয়ান উপকূল। তালিকায় এরপর রয়েছে কর্ডোভা থেকে সান্তিয়াগোর ৬৬০ কিলোমিটার ও মেন্ডোজা থেকে সালটার ৯৪০ কিলোমিটার রুট। এরপর রয়েছে হিমালয় অঞ্চলের দুটি রুট। নেপালের কাঠমান্ডু থেকে তিব্বতের লাসার ৫৭১ কিলোমিটার ও চীনের চেংদু থেকে লাসার ১ হাজার ২৬৫ কিলোমিটারের আকাশপথ। খবর সিএনএন
- Home
- Travel
- Low budget
- 5 Simple Tips to Help Vegetarian or Vegan Travelers Eat Well, Anywhere
আকাশপথে আকস্মিক ঝাঁকুনিতে এগিয়ে দুই অঞ্চল
« Previous article
Jacob deGrom Goes the Distance as Mets Top the Phillies