Image description

 ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করায় ভারতের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ, নয়াদিল্লি হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে। খবর জিও নিউজের।

জিও টিভির এক অনুষ্ঠানে আহসান ইকবাল ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করার জন্য ভারতের সমালোচনা করেন।

ভারত বাঁধ খুলে দেওয়া কারণে পাঞ্জাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। যার ফলে রাভি, সুতলেজ এবং চেনাব নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগে বন্যায় সাতজন মারা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।


এছাড়া, কর্তারপুরে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা তদারকি করার সময় এক ভিডিও বিবৃতিতে, বাঁধ ছেড়ে দেওয়াকে ভারতের পানি আগ্রাসনের সবচেয়ে বাজে উদাহরণ হিসাবে অভিহিত করেন ইকবাল।

তার অভিযোগ, ‘ভারত পানি জমা করে এবং হঠাৎ করে তা ছেড়ে দেয়।’

তার মতে, নয়াদিল্লির পানি আগ্রাসন জানমালের জন্য হুমকিস্বরূপ।

ইকবাল বলেন, ‘কিছু বিষয় জাতীয় বিরোধ এবং রাজনৈতিক মতপার্থক্যের বাইরে রাখা উচিত। সব দেশের উচিত সকল পার্থক্য দূরে রেখে পানি সম্পদের বিষয়ে সহযোগিতা নিশ্চিত করা।’

ভারী বর্ষণ ও ভারত দু’টি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাঞ্জাবে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাঞ্জাবের ছয়টি জেলায় বন্যা মোকাবেলায় তলব করা হয়েছে সেনাবাহিনী । এক লাখ ৯০ হাজারের বেশি মানুষকে এরইমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

লাহোর, কাসুর, শিয়ালকোট, ফয়সালাবাদ, নারোয়াল এবং ওকারাসহ ছয়টি জেলায় ভয়াবহ বন্যায় জনজীবন ব্যাহত হচ্ছে। বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করতে সেনাবাহিনী ডেকেছে পাঞ্জাব সরকার।

ভারত রাভি নদীতে অতিরিক্ত দুই লাখ কিউসেক এবং চেনাবে এক লাখ কিউসেক পানি ছাড়ার ফলে আগামী ৪৮ ঘন্টায় পাঞ্জাবের নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

শীর্ষনিউজ