
ভারত পাকিস্তান যুদ্ধ আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, যুদ্ধ যদি ফের হয়, আবারো তিনি তা থামাবেন।
এর আগে ভারত স্পষ্ট করে দিয়েছে, তারা ভারত-পাক বিষয়ে কোনো তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চায় না। এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রীও সম্প্রতি দাবি করেছেন, আমেরিকার কাছে তারা মধ্যস্থতার কোনো আবেদন জানাননি। এরই মাঝে ফের যুদ্ধ এবং আগ বাড়িয়ে সাহায্য করার বার্তা দিলেন ট্রাম্প।
মঙ্গলবার নিজের ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, ‘হয়ত যুদ্ধ (ভারত ও পাকিস্তানের মধ্যে) আবার শুরু হতে পারে। আমি জানি না ঠিক। কিন্তু এবার যদি যুদ্ধ হয়, আমরা তা থামাব। এসব হতে দেয়া যায় না।‘
এদিকে, এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ফের দাবি করেন যে ভারত ও পাকিস্তানের এই চারদিনের সঙ্ঘাত যেন পারমাণবিক সঙ্ঘাতে পরিণত হতে পারতো।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তানের যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারতো। তাদের এই সঙ্ঘাতে সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। আমার কথায়, এটা মোটেও ভালো না। এ তো অনেক জেট। ১৫০ মিলিয়ন ডলার দামের বিমান ধ্বংস করা হয়েছিল। অনেকগুলো... ৭টা... হয়ত তার থেকেও বেশি... তারা আসল সংখ্যা প্রকাশ করেনি।‘
মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন, ‘আমি এরপর এক অত্যন্ত দুর্দান্ত মানুষের সাথে কথা বললাম... ভারতের মোদি (যদিও মোদির সাথে ট্রাম্পের কথা হয়নি বলে জানিয়েছে ভারত। মোদির সাথে ফোনে কথা হয়েছিল ভ্যান্সের)। আমি জিজ্ঞাসা করলাম, পাকিস্তান ও আপনাদের মধ্যে কী চলছে? এরপর আমি পাকিস্তানের সাথে কথা বললাম, বাণিজ্য নিয়ে। আমি তাদেরও জিজ্ঞাসা করলাম, আপনাদের ও ভারতের মধ্যে কী চলছে?‘
ট্রাম্পের কথায়, ‘তাদের একের ওপরের প্রতি অসম্ভব ঘৃণা ছিল। এটা বহু সময় ধরেই চলছে। ভিন্ন নামে প্রায় কয়েক শ’ বছর ধরে... আমি (সম্ভবত পাকিস্তানকে) বললাম, আমি কোনো বাণিজ্য চুক্তি করব না। তখন ওরা বলল (খুব সম্ভবত ট্রাম্প পাকিস্তানের কথা বলছেন), না, না। আমরা বাণিজ্য চুক্তি করতে চাই। আমি বললাম, আমি চুক্তি করব না।‘
শীর্ষনিউজ