Image description

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দলীয় নেতাকর্মীদের দেশটির পার্লামেন্টের সব সংসদীয় স্থায়ী কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তার বোন আলিমা খান।

 

আলিমা বলেন, তিনি (ইমরান) দলের সব সদস্যকে কমিটি থেকে পদত্যাগ করতে বলেছেন। পাশাপাশি আসন্ন উপনির্বাচন নিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর ও মহাসচিব সালমান আকরাম রাজাকে নির্দেশ দিয়েছেন ইমরান। তার ভাষ্য অনুযায়ী, উপনির্বাচনে অংশ নিলে ওই ভুয়া নির্বাচনের আইনি বৈধতা দেওয়া হবে।

এর আগে খবর আসে, আলিমা নিজেও উপনির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছেন এবং এটিকে ইমরানের স্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে সিদ্ধান্ত বলেছেন। তবে রাজনৈতিক কমিটির ভেতরে মতপার্থক্য তৈরি হয়। জানা যায়, ১৩ জন সদস্য নির্বাচনে অংশগ্রহণের পক্ষে, আর ৯ জন বিপক্ষে অবস্থান নেন। এ নিয়ে হতাশ হয়ে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা পদত্যাগপত্র জমা দিলেও ইমরান তা প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে, জিও নিউজ সূত্রে জানা গেছে, ইমরান সিনেটে বিরোধী দলীয় নেতা হিসেবে মজলিস ওয়াহদাতুল মুসলিমিন (এমডব্লিউএম) প্রধান আল্লামা নাসির আব্বাস এবং জাতীয় পরিষদে পাখতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টির (পিকেএমএপি) চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাইকে মনোনীত করেছেন।

আলিমা জানান, সাক্ষাতে ইমরান স্ত্রী বুশরা বিবির পরিস্থিতি এবং পিটিআই কর্মী শহরেজ ও শেরশাহর গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের ৯ মে দাঙ্গার ঘটনায় শেরশাহর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও জিন্নাহ হাউসে উপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে, আর শহরেজের নাম সম্পূরক তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

এছাড়া ইমরান ক্রিকেটের অবনতির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভিকে দায়ী করেন এবং বুনের বন্যায় ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথাও উল্লেখ করেন।

স্বাস্থ্য নিয়ে আলিমা জানান, ইমরান শারীরিকভাবে ভালো আছেন, তবে চোখের সমস্যায় ভুগছেন। আদালতে আবেদন জানিয়ে পিমস হাসপাতালের চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হবে। দীর্ঘ তিন মাস চেষ্টা করার পর অবশেষে তিন বোন একসঙ্গে ইমরানের সঙ্গে দেখা করতে পেরেছেন বলেও জানান আলিমা।