Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থিতা থেকে বাদ পড়তে যাচ্ছেন স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী হিসেবে লড়তে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকায় তিনিসহ আরও একজন বাদ পড়তে যাচ্ছেন। তার নাম বায়েজিদ বোস্তামী। 

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিলকৃত প্রার্থীদের আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসমূহ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইবুন্যাল কমিটির সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া তাদের নাম ভোটার তালিকা থেকেও বাদ দেয়া যেতে পারে পরে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি উচ্চতর কমিটি। এই কমিটির সুপারিশ আমরা মানতে বাধ্য। ফলে পূর্ণ কমিশন বসে এই দুইজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাইবুন্যাল কমিটির সুপারিশ বলছে, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িত ছিল। অনুরূপ ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে ইতঃপূর্বে বাদ দেয়া হয়েছে বিধায় এই দুই শিক্ষার্থীদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেয়া যেতে পারে। ফলশ্রুতিতে মো. জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীর প্রার্থীতাও বাতিল করার জন্য সুপারিশ করা হলো।

সুপারিশ আরও বলছে, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থী কর্তৃক আনিত অভিযোগে যথাযথ প্রমাণাদি না থাকায় এবং অভিযোগপত্রে অভিযোগকারীর স্বাক্ষর না থাকায় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন।