
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের পক্ষে কথা বলতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক খোলা চিঠিতে এমিন এরদোয়ান জানান, ইউক্রেনীয় শিশুদের অধিকার রক্ষায় মেলানিয়ার ভূমিকা প্রশংসনীয়। সেই মানবিক সংবেদনশীলতা যেন ফিলিস্তিনের শিশুদের প্রতিও দেখানো হয় এমনই প্রত্যাশা তার।
চিঠিতে তিনি লিখেছেন, ‘হাজার হাজার গাজাবাসী শিশুর কাফনে লেখা ‘অজানা শিশু’ বাক্যটি আমাদের বিবেকের মধ্যে অপূরণীয় ক্ষত তৈরি করছে। গাজা আজ শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আপনি যেমন ইউক্রেনীয় শিশুদের অধিকার রক্ষা করেছেন, আমি বিশ্বাস করি আপনি গাজার শিশুদের প্রতিও একই সংবেদনশীলতা দেখাবেন। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর ও শক্তি একত্রিত করতে হবে।’
তুর্কি ফার্স্ট লেডির এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন গাজায় চলমান সংঘর্ষে শিশুদের মৃত্যু এবং মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।