
আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান, চীন ও আফগানিস্তান। বুধবার কাবুলে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। এ বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
ত্রিপক্ষীয় এ বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন আফগানিস্তানে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক।
বৈঠকে তিন দেশই বলেছে, সিপিইসির সম্প্রসারণ আফগানিস্তানের জন্য বাণিজ্য, পরিবহন এবং উন্নয়নের সুযোগ বৃদ্ধি করবে এবং আঞ্চলিক বাজারের সঙ্গে কাবুলকে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তিন দেশ সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা গভীর করার বিষয়েও আলোচনা হয়।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানকে দেশে অবস্থানরত আফগান শরণার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। ইসহাক দার বাণিজ্য আরো বিস্তারের প্রতিশ্রুতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই অঞ্চলে সমৃদ্ধি, উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’
সন্ত্রাসবাদ নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বেড়ে যাওয়া সন্ত্রাসী হামলা আফগান মাটি থেকে পরিচালিত হচ্ছে। পাকিস্তান বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)/মাজিদ ব্রিগেডের বিরুদ্ধে আফগান কর্তৃপক্ষকে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
আফগান প্রতিনিধিদল তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়, কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।
এর আগে আফগানিস্তান ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।