
আফগানিস্তানে খনিজ খনন কার্যক্রম চালাতে চায় চীন। পাশাপাশি কাবুলকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে চায় বেইজিং। প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বে পরিচালিত এ বৃহৎ অবকাঠামো পরিকল্পনা হচ্ছে চীনের বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রধান স্তম্ভগুলোর একটি। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বর্তমানে কাবুল সফরে আছেন ও আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর করতে চায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বৈঠকের বিবরণ অনুযায়ী, ওয়াং মুত্তাকিকে বলেছেন, চীন আফগানিস্তানের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সমর্থন অব্যাহত রাখবে। তিনি রাজনৈতিক আস্থা বাড়ানো এবং বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার আশ্বাস দেন।
ওয়াং আফগানিস্তানকে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, শক্তিশালী নিরাপত্তা সহযোগিতা দ্বিপক্ষীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুরক্ষা দেবে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘চীন এ বছর থেকেই কার্যকর খনিজ উত্তোলন কার্যক্রম শুরু করতে চায় বলে ওয়াং ই জানিয়েছেন।’
ওয়াং আফগান প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানান প্রশাসনের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত। আখুন্দ বলেন, ‘চীন শুধু আফগানিস্তানের সঙ্গেই নয়, বিশ্বের অন্যান্য দেশের উন্নয়ন কর্মকাণ্ডেও সহযোগিতা করছে ও গঠনমূলক ভূমিকা পালন করছে।
ফিত্রাতের তথ্য অনুযায়ী, আখুন্দ আরো বলেছেন, ‘আমরা আফগান জনগণের অগ্রগতিতে চীনের পূর্ণ সমর্থন কামনা করি।’
ওয়াং কাবুলে চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে গেছেন।
যদিও বেইজিং ও ইসলামাবাদ কেউই আনুষ্ঠানিকভাবে আফগান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে দুই দেশই কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে ও আফগান কূটনীতিকদের নিজেদের রাজধানীতে গ্রহণ করেছে।
তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর চীনই প্রথম দেশ ছিল যারা আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দেয় ও কঠোরপন্থী এ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখায়।
বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্যপীড়িত হলেও আফগানিস্তানে লিথিয়াম, তামা ও লোহার বিশাল ভাণ্ডার রয়েছে, যা চীনের সরবরাহ চেইন নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখতে পারে।