Image description
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করতে পারলে তা তাকে ‘স্বর্গে পৌঁছাতে সাহায্য করতে পারে’—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 

স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাস্যরসের সুরে বলেন, ‘শুনেছি আমার অবস্থান ভালো নয়—স্বর্গে যাওয়ার তালিকার একেবারে নিচে আছি! তবে যদি এই যুদ্ধের অবসান ঘটাতে পারি, তাহলে সেটা হয়তো আমার জন্য একটি কারণ হবে।’

বুধবার (২০ আগস্ট) এক  প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

৭৯ বছর বয়সি ট্রাম্প আগেও বলেছেন, ইউক্রেন যুদ্ধে শান্তি আনাই তার অন্যতম লক্ষ্য এবং এজন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেতেও আগ্রহী। তবে এবার তিনি এটিকে ধর্মীয় দিক থেকেও যুক্ত করলেন।

 

 

ঐতিহ্যবাহী মানদণ্ড অনুসারে, তিনবার বিবাহিত, দুবার অভিশংসিত ট্রাম্প কোনও সাধু নন।

বিলিয়নার ট্রাম্প বছরের পর বছর ধরে বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং তিনিই প্রথম প্রেসিডেন্টে যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে, যেমন একজন পর্ন তারকাকে অর্থ প্রদানের সাথে জড়িত গোপন অর্থ মামলা।

দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ক্রমেই ধর্মীয় বক্তব্যে জোর দিচ্ছেন। গত বছর হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি দাবি করেন, ‘ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন আমেরিকাকে আবার মহান করার জন্য।’

তার প্রেস সচিব ক্যারোলিন লেভিটও বলেছেন, ট্রাম্প আসলেই এই বক্তব্যে সিরিয়াস ছিলেন।