Image description

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও শান্তি চুক্তি এখনও অনেক দূরের বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে হলে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই ছাড় দিতে হবে।

রুবিওর এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সোমবারের বৈঠকের আগমুহূর্তে। এর আগে শুক্রবার ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় যুদ্ধের অবসান ঘটানোর সম্ভাবনা নতুন করে জোরদার হয়।

তবে এখনো শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানো যায়নি বলেও সতর্ক করেছেন রুবিও।