
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন শনিবার বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এক ধরনের “সমস্যায়” পরিণত হয়েছেন। পাশাপাশি তিনি যোগ করেন, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন, যেহেতু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতিত্ব ডেনমার্কের হাতে রয়েছে।
“নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা,” দৈনিক জিল্যান্ডস-পোস্টেন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ফ্রেডরিকসেন। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকার “অতিরিক্ত দূর পর্যন্ত” এগিয়ে যাচ্ছে।
এই মধ্য-ডানপন্থী নেত্রী গাজার “সম্পূর্ণ ভয়াবহ ও বিপর্যয়কর” মানবিক পরিস্থিতি এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “আমরা তাদের (ইসরায়েলের) ওপর চাপ বাড়াতে চাই এমন দেশগুলোর মধ্যে অন্যতম। তবে এখনো ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাইনি।”
ফ্রেডেরিকসেন জানান, তিনি “রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা—সেটি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে হোক, মন্ত্রীদের বিরুদ্ধে হোক, কিংবা গোটা ইসরায়েলের বিরুদ্ধেই হোক—বিবেচনা করছেন।” এর মধ্যে বাণিজ্য বা গবেষণা খাতে নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন তিনি।
“আমরা আগে থেকেই কিছুই বাদ দিচ্ছি না। রাশিয়ার ক্ষেত্রে যেমন হয়েছিল, তেমনি আমরাও নিষেধাজ্ঞা এমনভাবে নকশা করব যাতে সবচেয়ে কার্যকর জায়গায় আঘাত হানে,” বলেন ফ্রেডরিকসেন। তবে তিনি এ-ও স্পষ্ট করেন, ডেনমার্ক তাদের মধ্যে নয় যারা এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।