Image description
 

সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি আন্তর্জাতিক আদালতের রায়ের পর এই ইস্যুতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর প্রকাশ করেছে জিও নিউজ।

 

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, “আমি শত্রুদের স্পষ্টভাবে জানাতে চাই—আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি কেউ আমাদের পানি আটকে রাখার চেষ্টা করে, তাহলে এমন জবাব দেব যা তারা কোনোদিন ভুলবে না।”

এর পেছনে সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখযোগ্য। গত ২২ এপ্রিল, ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে একটি বন্দুক হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে।

 

এই ঘটনার পরপরই ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে দেয়। এতে করে পাকিস্তানের তিনটি নদী—সিন্ধু, চেনাব ও ঝিলাম—থেকে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। যার ফলে পাকিস্তানের কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

পরিস্থিতির প্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে মামলা করে। ৮ আগস্ট আদালত রায় দেয় যে, সিন্ধু পানিবণ্টন চুক্তি বহাল রাখতে হবে এবং ভারতকে চুক্তিতে ফিরে আসতে হবে।

তবে এখনো পর্যন্ত ভারত এই রায়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই পরিস্থিতির মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারতের অংশে সিন্ধু নদীর ওপর জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হবে। আদালত এ বিষয়েও নির্দেশ দিয়েছে—যদি ভারত কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করতে চায়, তবে তা অবশ্যই চুক্তির শর্ত অনুযায়ী হতে হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বলেন, “ভারত যদি সিন্ধু অববাহিকায় কোনো বাঁধ নির্মাণ করে, যা আমাদের পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে, তাহলে তা ২৫ কোটি পাকিস্তানির খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলবে। আমরা বসে থাকব না। একবার যদি তারা বাঁধ বানায়, আমরা সেটা ১০টা ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেব। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই—আলহামদুলিল্লাহ।”