Image description
 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নিতে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের আয়োজনে এই বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

বৈঠক শেষে জেলেনস্কি ও মেরৎস যৌথভাবে বিবৃতি দেবেন বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প আজকের বৈঠকে অনলাইনে অংশ নিচ্ছেন এবং পরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও বক্তব্য দেবেন বলে তিনি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।

বৈঠকের আগে জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যায্য শান্তির জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হবে। ইউক্রেন ও আমাদের মিত্রদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে, যাতে রাশিয়ার প্রতারণা প্রতিরোধ করা যায়।’

 

 

বিবিসি জানিয়েছে, আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আলোচনার মধ্যেই রাশিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রুশ বাহিনী উত্তর-পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক শহরে প্রবেশ ও অবস্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবারের আলাস্কা সম্মেলনে অংশ নেবেন বলে মস্কো নিশ্চিত করেছে। 

এছাড়া রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, পুতিন সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ফোনে কথা বলেছেন, যেখানে ট্রাম্পের সঙ্গে তার আসন্ন শীর্ষ বৈঠক নিয়েও আলোচনা হয়েছে।