
আগামী শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিতব্য ট্রাম্প-পুতিন বৈঠক থেকে দুই পক্ষ কী পেতে চায়, তা নিয়ে নানা জল্পনা চলছে। যদিও রাশিয়া ও ইউক্রেন উভয়েই দীর্ঘদিন ধরে যুদ্ধের অবসান চাইছে বলে জানিয়ে আসছে, তবুও প্রত্যেকের শর্ত অপর পক্ষের জন্য অগ্রহণযোগ্য।
বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, তিনি ‘ইউক্রেনের জন্য কিছু দখলকৃত ভূখণ্ড ফেরত আনার চেষ্টা করবেন’। তবে তিনি সতর্ক করে দেন, এর জন্য ‘কিছু বিনিময় বা ভূখণ্ডের অদলবদল’ প্রয়োজন হতে পারে।
এ প্রস্তাবে কড়া আপত্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্পষ্ট বক্তব্য, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কোনো অঞ্চল—যেমন ক্রিমিয়া—ইউক্রেন কখনো মেনে নেবে না। জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যা করেছে, তার জন্য আমরা তাকে পুরস্কৃত করব না।’
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি এখনো দাবি করছেন—দখল করা ভূখণ্ডের স্বীকৃতি, ইউক্রেনের সামরিক নিরপেক্ষতা এবং এর সেনাবাহিনীর আকার সীমিত রাখা।
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালায় আংশিকভাবে এই বিশ্বাসে যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রতিবেশী দেশটিকে ব্যবহার করে রাশিয়ার সীমান্তের কাছে সেনা ঘাঁটি স্থাপন করতে চাইছে।