
পটুয়াখালী জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ধরা খেলেন জিয়াউর রহমান জিয়া (৩৫)। তাকে যেতে হয়েছে কারাগারে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পটুয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
জিয়াউর কলাপাড়া উপজেলার সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
জানা গেছে, কারাগারের বন্দীদের সঙ্গে দেখা করার ঘরে প্রবেশের সময় তল্লাশিতে জিয়াউরের হাতের মুঠোয় কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন।
পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, কারারক্ষীদের সতর্ক নজরদারির কারণেই মাদকসহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।