Image description
 

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে।  সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখাকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যে ভারতীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। 

 

সোমবার সিন্ধে এক অনুষ্ঠানে ভুট্টো কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ‘ভারত যদি এই পথে চলে, তাহলে ছয়টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।’ তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে।

এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা ভালো লোক। কিন্তু যদি এমন কথা চালিয়ে যান, তাহলে আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস চলবে, আর যদি না হয়, তাহলে আমরা একটা বাঁধ বানাব যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দেব, কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে।’

পাকিস্তানের সামরিক শীর্ষ মহলও এই মুহূর্তে যুদ্ধংদেহী ভাষা ব্যবহার করছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেনা প্রধান আসিম মুনির বলেছেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর। আমরা ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে ধসিয়ে নিয়ে যাবো।’

আন্তর্জাতিক মহলে এই ধরনের কথার লড়াই নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সংলাপই এখন প্রয়োজন, কারণ প্রকাশ্যে এমন হুমকি বিনিময় সীমান্ত উত্তেজনা আরও বাড়াতে পারে।