
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। চার দশকেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে দুই নেতা নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেন।
শনিবার যুক্তরাষ্টভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি দীর্ঘ সময় নিয়েছে।’
চুক্তির আওতায় আজারবাইজানকে তার নাখিচেভান বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি নতুন ট্রানজিট করিডোর নির্মাণ করা হবে। “Trump Route for International Peace and Prosperity (TRIPP)” নামে এই করিডোরে রেলপথ, তেল ও গ্যাস পাইপলাইন এবং ফাইবার-অপটিক লাইন স্থাপন করা হবে। করিডোরটির উন্নয়নের পূর্ণ অধিকার পাবে যুক্তরাষ্ট্র, যা আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে দুই নেতা এই চুক্তিকে ‘শান্তি ও সমৃদ্ধির রোডম্যাপ’ বলে অভিহিত করেন। তাদের আশা, এটি শুধু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবে না, বরং পুরো দক্ষিণ ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের পথ তৈরি করবে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত এ দুই রাষ্ট্র বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে অন্তত দুবার যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ ২০২০ সালে ফের প্রাণঘাতী যুদ্ধে জড়ায়।