Image description

সংযুক্ত আরব আমিরাতের আল ধানাহ শহরে সড়ক একটি গাড়ি দুর্ঘটনায় এক প্রবাসী ভারতীয় দম্পতি নিহত হয়েছেন। কিন্তু তাদের তিন শিশু সন্তান বেঁচে গেছেন। ওই শিশুদের বয়স চার থেকে ১১-এর মধ্যে বলে জানা গেছে। শনিবার (৯ আগস্ট) এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

 

নিহত ওই দম্পতি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। তারা সন্তানদের নিয়ে আল ধন্নাহ সিটিতে থাকতেন। সমাজকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ধন্নাহ সিটিতে গাড়ি দুর্ঘটনায় নিহত হন ওই ভারতীয় দম্পতি। তারা হলেন- সৈয়দ ওয়াহিদ এবং তার স্ত্রী সানা বিগম।

ওইদিন ভোর ৩টায় আবুধাবি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন তারা। এরপরই দুর্ঘটনার কবলে পড়েন। তাদের তিন সন্তান একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেও জানা গেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন সমাজকর্মী বলেন, ‘দুর্ঘটনার কারণ পুরোপুরি স্পষ্ট নয়। দম্পতির পরিবারের সদস্যরা তাদের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা আবুধাবিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি এবং মানবিক ভিত্তিতে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করেছি। শুক্রবার সন্ধ্যায় ওই দম্পতির মৃতদেহ বাড়িতে পাঠানো হয়েছে এবং শনিবার সকালে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেছেন।’

সংযুক্ত আরব আমিরাত তাদের এক্স অ্যাকাউন্টে মাগরিবের নামাজের পর মৃত দম্পতির জানাজার নামাজের জানাজার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন সমাজকর্মীরা।

 

সৈয়দ ওয়াহিদ একজন সাইবার নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। সমাজকর্মীর মতে, পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা বর্তমানে হাসপাতালে থাকাকালীন তাদের সন্তানদের যত্ন নিচ্ছেন। ওই সমাজকর্মী বলেন, ‘আমরা কিছু আত্মীয়ের কাছ থেকে শুনেছি একজন শিশু তাদের মায়ের জন্য বারবার জিজ্ঞেস করছে। এটি সত্যিই একটি দুঃখজনক পরিস্থিতি।’