
চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো ল্যাবরেটরিতে এমন এক ধরনের বিরল হীরক তৈরি করেছেন, যা প্রাকৃতিকভাবে শুধু উল্কাপিণ্ডে (মহাকাশ থেকে পতিত পাথর) পাওয়া যায়। এই হীরকের নাম হেক্সাগোনাল ডায়মন্ড বা লন্সডেলাইট। এটা সাধারণ হীরের তুলনায় আরও শক্ত এবং তাপ সহনশীল।
বিজ্ঞান সাময়িকী ন্যাচারে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে, বেইজিংয়ের ‘সেন্টার ফর হাই-প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চ’-এর গবেষকরা বিশুদ্ধ প্রাকৃতিক গ্রাফাইট (এক ধরনের কার্বন) বিশেষ তাপ ও চাপের মধ্যে রূপান্তর করে এই হীরক তৈরি করেছেন। এ প্রক্রিয়ায় বাস্তবসময়ে এক্স-রে দিয়ে গঠনগত পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়, যাতে ত্রুটি এড়িয়ে নিখুঁত হীরক তৈরি সম্ভব হয়।
গবেষণার নেতৃত্বে থাকা ইয়াং লিউশিয়াং জানান, আগে ল্যাবে এই ধরনের হীরক তৈরির চেষ্টায় সাধারণ কিউবিক ডায়মন্ড তৈরি হয়ে যেত। এবার উচ্চ বিশুদ্ধতার কাঁচামাল ও উন্নত পর্যবেক্ষণ কৌশল ব্যবহার করায় মাইক্রোমিটার আকারের (অতি ক্ষুদ্র) হেক্সাগোনাল হীরক সফলভাবে তৈরি হয়েছে।
উচ্চ চাপ বিজ্ঞান বিশেষজ্ঞ হো-কুয়াং মাও বলেন, এটি পরবর্তী প্রজন্মের সুপার-শক্তিশালী পদার্থ ও উন্নত ইলেকট্রনিক যন্ত্র তৈরির নতুন দিগন্ত খুলে দেবে। এই নতুন হীরক শিল্পক্ষেত্রে এমন সব কাজে ব্যবহার হতে পারে, যেখানে অতিরিক্ত টেকসই ও শক্ত উপাদানের প্রয়োজন।
বিডিপ্রতিদিন