
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বীরশেবা ও আশকেলনের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে তিনটি সফল সামরিক অভিযানের ঘোষণা দেন। আল-মাসিরা নেটওয়ার্কের বরাতে তিনি বলেন, “আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান পরিচালনা করেছি।”
তিনি আরও জানান, “এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর এবং বীরশেবা ও আশকেলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”
সারি দাবি করেন, অভিযানগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি বলেন, এই ত্রিমুখী অভিযান পরিচালিত হয়েছে “অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রুর গণহত্যা ও অনাহার সৃষ্টিকারী অপরাধের প্রতিক্রিয়ায়।”
এছাড়া তিনি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সহযোগিতা করা সব কোম্পানিকে সতর্ক করে দিয়ে বলেন, তাদের জাহাজ-গন্তব্য যাই হোক না কেন-লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
তিনি এসব কোম্পানিকে আহ্বান জানান, “তাদের জাহাজ ও ক্রুর নিরাপত্তা নিশ্চিত করতে এসব বন্দরের সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করুন।”
সূত্র: মেহের নিউজ এজেন্সি।