Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কম্পিউটার চিপ বা সেমিকন্ডাক্টর উৎপাদন না করে, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে যারা আমেরিকায় উৎপাদনে বিনিয়োগ করবে, তারা এই শুল্কের আওতা থেকে ছাড় পাবে। ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প এই ঘোষণা দেন, যখন কুক আমেরিকায় ৬০ হাজার কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পের এই নীতির ফলে ডিজিটাল প্রসেসর-নির্ভর গৃহস্থালী যন্ত্রপাতি, গাড়ি এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্যের দামে বড় ধরনের বৃদ্ধি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বে সেমিকন্ডাক্টর খাতে শীর্ষস্থানীয় দুই দেশ তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া। তাইওয়ানের জাতীয় উন্নয়ন পরিষদের প্রধান জানান, তাদের শীর্ষস্থানীয় কোম্পানি টিএসএমসি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করায় শুল্ক থেকে মুক্ত থাকবে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া জানায়, তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে, ফলে তাদের কোম্পানিগুলোর সমস্যা হবে না।