Image description

ইসরায়েলকে গোপন তথ্য সরবরাহ এবং ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সদস্য হওয়ার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (৭ আগস্ট) এ দণ্ড কার্যকর হয়ে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ ওয়েবসাইট মিজানঅনলাইন জানায়, যিনি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন, তার নাম রুজবেহ ভাদি।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে গোপন তথ্য সরবরাহ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ভাদি ইরানের এক পরমাণু বিজ্ঞানীর সম্পর্কে তথ্য দিয়েছিলেন, যিনি জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। যদিও প্রতিবেদনে সেই বিজ্ঞানীর নাম বা ভাদির গ্রেপ্তারের স্থান ও সময় উল্লেখ করা হয়নি।

জানা যায়, ভাদি অস্ট্রিয়ার ভিয়েনা শহরে মোসাদের কর্মকর্তাদের সঙ্গে পাঁচবার সাক্ষাৎ করেছিলেন।

ইসরায়েলের ফ্রান্সস্থ রাষ্ট্রদূত যোশুয়া জারকা জুন মাসে বলেন, ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধে ইসরায়েল কমপক্ষে ১৪ জন পরমাণু প্রকৌশলী ও পদার্থবিদকে লক্ষ্য করে হামলা চালায়, যাদের ইরানের পারমাণবিক কর্মসূচিতে সম্পৃক্ত বলে মনে করা হয়।

ইসরায়েল-ইরান সংঘাত চলাকালে এ নিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মোট সাতজনকে মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান, যা নিয়ে মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সরকার আরও মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে।

আলাদাভাবে, একই দিনে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যিনি ইসলামিক স্টেট গ্রুপের সদস্য ছিলেন বলে জানায় মিজানঅনলাইন।

তার নাম মেহদি আসগারজাদে, তাকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা, সিরিয়া ও ইরাকে আইএসের হয়ে সামরিক প্রশিক্ষণ গ্রহণ, এবং সেখান থেকে চার সদস্যবিশিষ্ট একটি দল নিয়ে অবৈধভাবে ইরানে প্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তার দলের বাকি চার সদস্য নিহত হয়।

বিচার প্রক্রিয়া সম্পর্কে মিজানঅনলাইন জানায়, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে উভয় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।