Image description
 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে এ ভূকম্পন অনুভূত হয়। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতের এই ভূকম্পনে পাকিস্তানের পাশাপাশি কেঁপেছে প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং তাজাকিস্তানও। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রা। হঠাৎ করে এই কম্পন অনুভূত হতেই মানুষজন ভীত অবস্থায় ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। অনেকেই তখন কোরআনের আয়াত ও কালেমা পাঠ করতে করতে রাস্তায় বের হন।

দেশটির ভূকম্পন পরিমাপক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্যাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২২ কিলোমিটার এবং কেন্দ্র ছিল বাজউড় জেলা সদর থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে।

 

ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, হরিপুর, অ্যাবোটাবাদ, চারসদা, স্বাত, হাজার ডিভিশন, গিলগিত-বালতিস্তানের বিভিন্ন অঞ্চল, আজাদ কাশ্মীরের হাটিয়ান বালা, ঝেলাম ও ভ্যালিসহ চেনারি প্রভৃতি এলাকায়।

 
 

এদিকে, ভূমিকম্পের সময় রাজধানী ইসলামাবাদে প্রবল বৃষ্টিপাত চলছিল। যে কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। তবে, এই ভূকম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।