
ইতালির দৈনিক লা রিপাবলিকা-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে গ্রসম্যান বলেন, "অনেক বছর ধরে আমি 'গণহত্যা' শব্দটি এড়িয়ে গিয়েছি। কিন্তু আজ যেসব ছবি দেখছি, যেসব মানুষের সঙ্গে কথা বলেছি, তাতে আর নিজেকে থামাতে পারছি না।"
গ্রসম্যানের মতে, "এই শব্দটা একবার মুখে আনলে সেটি বরফধসের মতো বড় হয়ে যায়। এটি শুধু শব্দ নয়—এর সঙ্গে যুক্ত হয় আরও ধ্বংস, আরও যন্ত্রণা।"
ইসরায়েলি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত গ্রসম্যান ২০১৮ সালে দেশটির সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ইসরায়েল প্রাইজ পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সোচ্চার। তাঁর সাহিত্যকর্ম অনূদিত হয়েছে বহু ভাষায়।
গাজার দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে তিনি বলেন, "ইসরায়েল ও দুর্ভিক্ষ—এই দুটি শব্দ একসঙ্গে উচ্চারণ করাই আমার কাছে ভয়ংকর। আমরা যারা এক সময় ইতিহাসের ভয়ালতম গণহত্যার শিকার হয়েছিলাম, আমাদের তো মানবিকতা নিয়ে আরও সংবেদনশীল হওয়ার কথা ছিল।"
গ্রসম্যানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইসরায়েলের গাজা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা তুঙ্গে। কয়েকদিন আগেই দেশটির একটি বড় মানবাধিকার সংস্থা গাজার পরিস্থিতিকে 'গণহত্যা' হিসেবে বর্ণনা করেছে।
সূত্র: টাইমস অফ ইসরায়েল