Image description

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় লেমুরের নেভাল এয়ার স্টেশনের কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন নৌবাহিনী এক সংবাদ বিবৃতিতে একথা জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে, মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে কৃষিজমিতে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় একটি ইএমএস ক্রু ঘটনাস্থলে পাইলটকে সাহায্য করেছে এবং ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে যায়।

নৌবাহিনী জানিয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। ভিএফ-১২৫ হলো একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এটি মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার।

এফ-৩৫ হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি।