Image description

গাজা এখন এক মৃত্যুকূপ। খাদ্যের অভাবে এমনিতেই মানুষ মরছে। তার ওপর ত্রাণ দেয়ার নাম করে গাজাবাসীর ওপর সরাসরি গুলি করছে ইসরাইলি সেনারা। এতেও মৃত্যু ঘটছে ভাগ্যবিড়ম্বিত গাজাবাসীর। দেখা দিয়েছে ভয়াবহ পুষ্টিহীনতা। রোগে ভুগে হাড্ডিসার মানুষ। এমন অবস্থায় চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর।

ফ্রান্স জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। শেষ পর্যন্ত বৃটেনও কিছু শর্ত দিয়ে বলেছে, ইসরাইল সেগুলো না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বৃটেন। বৃটিশ পার্লামেন্টের সদস্যদের তরফ থেকে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ওপর তীব্র চাপ সৃষ্টি করা হয়েছে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট কলাম লিখে জানিয়েছেন গাজায় গণহত্যা চলছে।

যুদ্ধাপরাধ করছে ইসরাইল। জাতিসংঘও একই কথা বলছে। ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান লাজারিনি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও তিনি মানুষের অধিকারের পক্ষে অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। ইসরাইলি হত্যামিশনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ উঠেছে বিশ্বের বিবেকবান দেশগুলো থেকে।

এমন পরিস্থিতিতে লন্ডনের দ্য গার্ডিয়ান একটি কার্টুন চিত্র প্রকাশ করেছে। তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ নেতাদের দেখা যাচ্ছে। তাদের সামনে গ্রিলের ওপাশ থেকে নিষ্পেষিত গাজাবাসী শূন্য খাবার পাত্র এগিয়ে ধরেছেন। তাদেরকে নানা রকম শান্তনার বাণী শোনাচ্ছেন নেতারা। কার্টুনটির শিরোনাম দেয়া হয়েছে- পেইং লিপ সার্ভিস।

কার্টুনটি এঁকেছেন শিল্পী ইলা ব্যারন।