
ভারতের মুম্বাইয়ে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে খালের মধ্যে গাড়ি চালিয়ে ফেললেন এক নারী চালক। শুক্রবার সকালে বেলাপুর থেকে উলওয়ের পথে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তবে সময়মতো উদ্ধার করায় বেঁচে যান ওই নারী চালক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী বেলাপুরের বে ব্রিজ দিয়ে যাওয়ার কথা থাকলেও গুগল ম্যাপ তাকে নিচের একটি বিকল্প পথ দেখায়, যা শেষ পর্যন্ত গিয়ে মিলে ধ্রুবতারা জেটি এলাকায়। ম্যাপের নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পানিতে পড়ে যায়।
পাশেই দায়িত্বরত মেরিন সিকিউরিটি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে কয়েক মিনিটের মধ্যেই ওই নারীকে পানির ভেতর থেকে বের করে আনেন। সৌভাগ্যক্রমে তিনি আহত হননি। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকেও পানি থেকে টেনে তোলা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—একটি সাদা রঙের গাড়ি পানিতে পড়ে আছে এবং কর্মকর্তারা সেটি তুলছেন।
আগে ঘটেছে আরও ভয়াবহ দুর্ঘটনা
গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা এর আগেও ভারতে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়েছে। গত বছর উত্তরপ্রদেশে গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত সেতুর ওপর উঠে পড়ে এবং সেখান থেকে ৫০ ফুট নিচে নদীতে পড়ে যায়। এতে তিনজন প্রাণ হারান।
ওই ঘটনার পর গুগলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘আমরা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহযোগিতা করছি।’
একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল কেরালায়, যেখানে হায়দ্রাবাদ থেকে আসা একটি পর্যটকদল গুগল ম্যাপ অনুসরণ করে ভারী বৃষ্টিতে প্লাবিত একটি রাস্তায় ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে তখন চারজনই প্রাণে বেঁচে যান।
গুগল ম্যাপ আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির অন্যতম সহায়ক হলেও, কিছু ক্ষেত্রে ভুল দিকনির্দেশনার কারণে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। বিশেষ করে অপরিচিত জায়গায় ভ্রমণকালে প্রযুক্তির পাশাপাশি সচেতনতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এনডিটিভি।