
ভারতকে সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু। শুক্রবার (২৫ জুলাই) তিনি এই মন্তব্য করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
'ভারত খেদাও' ক্যাম্পেইন করে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মুইজ্জু। এরপর দুই দেশের মধ্যে সম্পর্কও খারাপের দিকে যায়। তবে গত বছর থেকেই সুর পাল্টে যায় মুইজ্জুর।
বর্তমানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরইমধ্যে গতকাল রাজধানী মালেতে মোহাম্মেদ মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শুক্রবারের এই বৈঠকের পরে মোদি জানিয়েছেন, ভারত মালদ্বীপকে ৫৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে।
এর পরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ মুইজ্জু। তিনি বলেছেন, ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে আছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুইজ্জু গতকাল মোদির সঙ্গে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেছেন। এসবের মধ্যে রয়েছে উন্নয়ন অংশীদারিত্ব, অবকাঠামো সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু কর্মকাণ্ড এবং স্বাস্থ্য।
এর আগে গতকাল সকালে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান মোহাম্মদ মুইজ্জু, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
শীর্ষনিউজ/