Image description

মুসলিম ব্রাদারহুডের সদস্যপদ লাভের অভিযোগে নিজ দেশের নাগরিককে আটক করেছে তুরস্ক। দলটির সদস্যদের দমন করে মিসরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় দেশটি। এমনটাই ধারণা করা হচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।

এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দীর্ঘদিনের বৈধ বাসিন্দা মোহাম্মদ আবদেলহাফিজকে হাসম আন্দোলনের সদস্য দাবি করে সোমবার ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করে। এর আগে মিসরীয় কর্মকর্তারা আবদেলহাফিজকে কায়রো মুসলিম ব্রাদারহুডের হাসম আন্দোলনের সদস্য বলে অভিযোগ করেছিল, যা মুসলিম ব্রাদারহুডের একটি সশস্ত্র শাখা।

সোমবার মিশরের ঘোষণার পর তাকে আটক করা হয়। ফলে হাসমের পরিকল্পিত একটি আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান মিসরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন যার ফলে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে উৎখাত করা হয়। তখন থেকে মিসরে মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং তীব্র মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়। অভ্যুত্থানের পর এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য এবং সহানুভূতিশীল ব্যক্তি মিসর ছেড়ে পালিয়ে যায়। যাদের অনেকেই তুরস্কে আশ্রয় নিয়েছেন।