Image description
 

ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে কালোজাদু অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল—এমন চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত এক সাংবাদিক এবং জাপান পত্রিকার সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি দাবি করেছেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা তাবিজ, কাগজ এবং ইহুদি তান্ত্রিক প্রতীক পাওয়া গেছে—যা কালোজাদুর প্রমাণ হিসেবে বিবেচনা করছেন অনেকে।

গাঞ্জির দাবি অনুযায়ী, এসব তাবিজ ও মন্ত্রযুক্ত বস্তু ইসরায়েল তেহরানে ছড়িয়ে দিয়েছে যুদ্ধের অংশ হিসেবে। তার ভাষ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত তান্ত্রিকদের সঙ্গে গোপন বৈঠক করেন এবং যুদ্ধ কৌশলের অংশ হিসেবে এই ‘অশরীরী অস্ত্র’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

 

এদিকে, এই অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ এমন দাবিকে “মাদকাসক্ত ব্যক্তির প্রলাপ” বলে মন্তব্য করে। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে একাধিক ‘ভূতের ইমোজি’ দিয়ে গাঞ্জির দাবিকে উড়িয়ে দিয়েছে তারা। ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ কাতবানও বিষয়টি নিয়ে ট্রল করেছেন।

 

উল্লেখ্য, এর আগেও গাজায় আগ্রাসনের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে কালো জাদু ও অশরীরী বিদ্যার ব্যবহার নিয়ে অভিযোগ তুলেছিল। তবে এই প্রথম, ইসরায়েলের একটি মূলধারার সংবাদমাধ্যমে এমন দাবি স্থান পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকৌশলে প্রযুক্তি ও সাইবার অস্ত্রের ব্যবহার নতুন কিছু নয়, কিন্তু কালোজাদুর মতো প্রাচীন ও রহস্যময় পদ্ধতি নিয়ে এমন আলোচনা আধুনিক যুদ্ধনীতিতে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।

ঘটনার পেছনে আদৌ কোনো বাস্তবতা আছে, নাকি নিছক রাজনৈতিক প্রচার—তা নিয়ে চলছে জোর আলোচনা।