
ভারতের সামরিক সক্ষমতা ও নজরদারি কার্যক্রমে জোরদার হতে যাচ্ছে। আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্র থেকে ভারতের হাতে প্রথম দফায় তিনটি বহুল প্রতীক্ষিত অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা সূত্র। এই হেলিকপ্টারগুলো সরাসরি মোতায়েন করা হবে পাকিস্তান সীমান্তে।
ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
‘আকাশের ট্যাংক’ হিসেবে পরিচিত অ্যাপাচি AH-64E হেলিকপ্টারগুলো নামবে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। এর আগে রাজস্থানের যোধপুরে ভারতের প্রথম আর্মি অ্যাপাচি স্কোয়াডন গঠনের ১৫ মাস পর এই মোতায়েন হতে যাচ্ছে। তবে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন ও সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার কারণে দীর্ঘদিন এই হেলিকপ্টার মোতায়েন পিছিয়ে যায়।
প্রসঙ্গত, ভারতীয় বিমানবাহিনী এরই মধ্যে দুইটি অ্যাপাচি স্কোয়াডন সক্রিয় করেছে—একটি পাঠানকোট ও অন্যটি জোরহাটে।
২০১৫ সালে মার্কিন সরকার ও বোয়িং-এর সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত ২২টি অ্যাপাচি হেলিকপ্টার ক্রয় করে। ২০২০ সালের জুলাইয়ের মধ্যে সেগুলোর সবগুলো হস্তান্তর সম্পন্ন হয়। পরবর্তীতে সেই বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় আরও ৬টি অ্যাপাচি ক্রয়ের নতুন চুক্তি হয়, যার মূল্য ছিল প্রায় ৬০০ মিলিয়ন ডলার।
এই চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের মে-জুন মাসে প্রথম চালানে হেলিকপ্টারগুলো সরবরাহের কথা থাকলেও তা বিলম্বিত হয়। অবশেষে এখন প্রথম চালান পাচ্ছে ভারত।
২০২৩ সালে হায়দরাবাদে অবস্থিত টাটা-বোয়িং অ্যারোস্পেস লিমিটেড (Tata Boeing Aerospace Ltd)—যা টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও বোয়িংয়ের যৌথ উদ্যোগ—সেখান থেকে ভারতীয় সেনাবাহিনীর হাতে প্রথম অ্যাপাচি হস্তান্তর করা হয়।
এই অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলো সব ধরনের আবহাওয়ায় কাজ করতে সক্ষম টার্গেটিং সিস্টেম, নাইট ভিশন, উন্নত নেভিগেশন ও অস্ত্র নিয়ন্ত্রণ প্রযুক্তিতে সজ্জিত। একই সঙ্গে এতে রয়েছে উন্নতমানের যোগাযোগ ও সেন্সর ব্যবস্থা।
সূত্র: এনডিটিভি।