
গত ৪৩ বছর ধরে ক্যামেরুনের একক কর্তৃত্বে শাসন করে আসা বিয়া সম্প্রতি এক ঘোষণায় জানান, তিনি অক্টোবরের আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হবেন। ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া আরও একবার রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চান।সেটা হলে বয়স ১০০ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।
বিয়া বলেন, এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। সেরা সময়টা সামনে আসছে।নির্বাচনে জিতলে এটি হবে তার অষ্টম মেয়াদ। বর্তমানে সপ্তম মেয়াদ শেষের দ্বারপ্রান্তে রয়েছেন বিয়া।
সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জনের মাঝেই এসেছে তার এই প্রার্থিতা ঘোষণা। দীর্ঘদিন জনসমক্ষে না আসায় বিয়ার অসুস্থতা কিংবা মৃত্যুর খবর ছড়ায়। তবে তার অফিস এসব খবর অস্বীকার করে এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে গণমাধ্যমে আলোচনা নিষিদ্ধ ঘোষণা করে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে।
১৯৮২ সালে প্রেসিডেন্ট পদে আসীন হন বিয়া। এরপর থেকে বারবার পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় রয়েছেন তিনি। ১৯৬০-এর দশকে ফ্রান্স ও ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে ক্যামেরুনের দ্বিতীয় প্রেসিডেন্ট বিয়া।
সূত্র: সিএনএন