
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন এবং তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।
সোমবার (১৪ জুলাই) ‘রাশিয়ার বিষয়ে... বড় ধরনের বিবৃতি’ দেয়ার কথা বলার পরই ইউক্রেনকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ অস্ত্র দেয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদন মতে, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার এই ঘোষণা আসতে পারে, কারণ মার্কিন বিশেষ দূত তার সবশেষ ইউক্রেন সফর শুরু করছেন এবং ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করার কথা রয়েছে ট্রাম্পের।
ট্রাম্প রবিবার বলেন, আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। তবে তিনি ইউক্রেনে কতগুলো অস্ত্র পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি।
নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার সময় জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, আমি এখনও সংখ্যার বিষয়ে (ক্ষেপণাস্ত্র) একমত হইনি, তবে তারা কিছু পেতে যাচ্ছে। কারণ তাদের সুরক্ষার প্রয়োজন।