
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ৯৮ কিলোমিটার (৬০.৮৯ মাইল) গভীরে ছিল।
এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মতে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ তৈরি করে।