Image description

সিরিয়ার ড্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুলে সংঘর্ষের কারণে অন্তত ৩০ জন মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন। সোমবার (১৪ জুলাই) সকালে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স 

 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সংঘর্ষ নিয়ন্ত্রণে তাদের বাহিনী কাজ করবে। 

তবে ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বেদুইন উপজাতির সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে।

গত এপ্রিল এবং মে থেকেই ওই অঞ্চলে ড্রুজ সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। যা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৭ জন ড্রুজ এবং ১০ জন বেদুইন রয়েছে।

সিরিয়া সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলা বন্ধ রেখেছে। তবে সংঘর্ষ সমাধানে ফোর্স পাঠানো হচ্ছে।