
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে চলতি বছরের শেষের আগেই যুদ্ধবিরতি দরকার। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিল বুদানভ এ দাবি করেছেন। শুক্রবার ব্লুমবার্গ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর আরটির।
বুদানভ বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি হওয়া দরকার এবং সেটা এ বছরের অনেক আগেই।
তিনি আরও বলেন, এটি বাস্তবসম্মত এবং কঠিন না। এতে অন্তত তিন পক্ষ দরকার – ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। এবং আমরা সেই অবস্থানে পৌঁছাবো।
এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেনীয় সেনারা ফ্রন্টলাইনের বিভিন্ন অংশে পিছিয়ে পড়ছে।
২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান ব্যর্থ হয় এবং তাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনী নতুন সদস্য নিয়োগেও সমস্যায় পড়েছে।
রাশিয়া তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে। মস্কো বলছে, কিয়েভ ও পশ্চিমা মিত্রদের প্রথমে কয়েকটি শর্ত মানতে হবে। তা হলো:
- রুশ-নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার
- ইউক্রেনের সামরিক মোতায়েন বন্ধ
- বিদেশি সামরিক সহায়তা বন্ধ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন পুনরায় অস্ত্রসজ্জা ও সেনা পুনর্গঠনের সুযোগ পেতেই যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির নামে ইউক্রেনে ন্যাটোর শান্তিরক্ষী সেনাও মস্কো মেনে নেবে না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তুর্কিতে তৃতীয় দফা সরাসরি আলোচনার প্রস্তুতি চলছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রোমে এক সম্মেলনে বলেন, আলোচনার আগে ২ জুন ইস্তান্বুলে যেসব বন্দি বিনিময়ের চুক্তি হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।