Image description

অবরুদ্ধ গাজা উপত্যকাকে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য অংশ’ ঘোষণা করেছে বিশ্বের ৫ শক্তিশালী দেশের জোট ব্রিকস।আজ সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

গতকাল রবিবার শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে ব্রিকস ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকেও সমর্থন করা হয়েছে।

ব্রিকস এর সদস্য রাষ্ট্রগুলো গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ইসরাইলের ব্যবহারের তীব্র নিন্দাও জানিয়েছে জোটটি। 

ব্রিকস গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্ত অংশ থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের পাশাপাশি সকল জিম্মি এবং আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পক্ষগুলোকে তাৎক্ষণিক, স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জনের জন্য আরও আলোচনায় সদিচ্ছার সাথে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।’