Image description

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি ঘোষণা দিয়েছেন, 'আমেরিকা পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, যা প্রথাগত দুই দলের বাইরে একটি বিকল্প ধারা তৈরি করবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্কের এই উদ্যোগকে ‘হাস্যকর’ ও ‘বিভ্রান্তিকর’ বলে কড়া সমালোচনা করেছেন।

সোমবার (৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রোববার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মাস্কের রাজনৈতিক দলের পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর।” তিনি যুক্তি দেন, আমেরিকার বহুদিনের দুই-দলীয় কাঠামোতে নতুন কোনো দল আনার চেষ্টা কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে। মাস্ক সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা।

টেসলার প্রধান ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড়সড় আলোচনার জন্ম দিয়েছেন। 'আমেরিকা পার্টি' নামের এই নতুন দলটি এমন এক সময়ে গঠনের ঘোষণা এসেছে, যখন মাস্ক খোলাখুলি ট্রাম্প প্রশাসনের বাজেট পরিকল্পনার সমালোচনা করছেন। ট্রাম্প এক সময় মাস্ককে নিজের প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’-এর প্রধান করেছিলেন, যেখানে তার দায়িত্ব ছিল সরকারি ব্যয় হ্রাসের কাজ দেখা। তবে বর্তমানে এই দুইজনের রাজনৈতিক সম্পর্ক বেশ খারাপ পর্যায়ে পৌঁছেছে।

রোববার ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু আমেরিকার রাজনৈতিক কাঠামোকে বিভ্রান্ত করবে। মাস্ক এখন একদমই নিয়ন্ত্রণহীন।” নিজের ট্রুথ সোশাল অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “ইলন মাস্ক এখন যেন রেল লাইনের বাইরে চলে যাওয়া একটি দুর্ঘটনার মতো, যিনি নিজের গন্তব্য হারিয়ে ফেলেছেন।”

এছাড়া ট্রাম্প মাস্কের ইলেকট্রিক গাড়ি (ইভি) সংক্রান্ত নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, মাস্ক চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষকে বাধ্য করা হোক বৈদ্যুতিক গাড়ি কিনতে, যা বাস্তবসম্মত নয়। ট্রাম্পের মতে, সম্প্রতি স্বাক্ষরিত বাজেট আইনে বৈদ্যুতিক গাড়ির ওপর করছাড় বাতিল করে, জনগণের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের গাড়ি কেনার স্বাধীনতা রাখা হয়েছে। নতুন বাজেট আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানো হলেও স্বাস্থ্য ও খাদ্য সহায়তা খাতে কাটছাঁট করা হয়েছে, যা নিয়ে বিতর্ক চলছে।

মাস্কের রাজনৈতিক দল গঠনের চিন্তা প্রকাশ্যে আসে মূলত ট্রাম্পের বাজেট পরিকল্পনার প্রকাশ্য সমালোচনার সময়। সেই সময় থেকেই দুইজনের মধ্যে টানাপড়েন বাড়তে থাকে। মাস্ক মনে করেন, দুই দলীয় রাজনৈতিক কাঠামোর বাইরে বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে এবং তার দল সেটিই তুলে ধরবে।তথ্যসূত্র : বিবিসি