
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে অধিকাংশ দল একমত নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ সোমবার সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বেশিরভাগ দল একমত নয়, তবে ঐকমত্য কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না।
আজ সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে দশম দিনের মতো আলোচনা শুরু হয়। আজকের সংলাপে, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ও নিম্নকক্ষে নারী আসন নিয়ে আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার উদ্যোগের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ সংলাপ।
এরআগে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এ ছাড়া, বিভাগীয় শহরগুলোতে প্রধান বিচারপতির বেঞ্চ গঠন নিয়েও বিএনপিসহ অন্যান্য দল একমত হয়। বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিচ্ছে।