
বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অধীনে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসী নীতিমালা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার আজারবাইজানের খাঙ্কেন্দি শহরে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন (ইসিও)-এর ১৭তম শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর আনাদুলু এজেন্সির।
এরদোয়ান বলেন, ‘আমরা ফিলিস্তিন ইস্যুকে কখনোই ত্যাগ করতে পারি না, আর নেতানিয়াহুর সরকার যখন আমাদের পুরো অঞ্চলকে রক্তক্ষয়ী সংঘাতে পরিণত করছে তখন নিশ্চুপও থাকতে পারি না।’
আফগানিস্তান প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা বিশ্বাস করি, আফগান জনগণের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে সহায়তা করা আমাদের দায়িত্ব।’
ইসিও সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর উদ্দেশ্যে এরদোয়ান তুর্কি-সাইপ্রাসবাসীদের সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের আহ্বান জানান।