
তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে প্রচারিত তথ্যের কোন সত্যতা নেই এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, তবে এখন পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। এদিকে দলটির নেতারা বলছেন নির্বাচন প্রক্রিয়া শুরু হবার সাথে সাথে তিনি দেশে ফিরবেন এর আগে নয়।
এক এগারো সরকারের নির্যাতনে গুরুতর অসুস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে দেশ ছাড়েন। প্রায় ১৭ বছর দেশের বাহিরে থেকে দলের নেতৃত্ব দিলেন কবে দেশে ফিরবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় ভুল সংবাদ ছড়িয়ে পড়তে দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, তারেক রহমান যখনই দেশে আসবে প্রভাব পড়বে রাজনীতি থেকে শুরু করে দেশের সর্বস্তরে।
বিএনপির আরও অনেকেই জানান তারেক রহমান নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে দেশে ফিরছেন না। বিদেশে থাকলেও তৃণমূল থেকে শুরু করে প্রতিটি নেতা কর্মীর সাথে যোগাযোগ রাখছেন তিনি।
নেতাকর্মীরা আরও জানান তারেক রহমান দেশে ফিরলে নতুন ভোটার এবং উদীয়মান তরুণরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখে উজ্জীবিত হবে।