
চীনের গুয়াংজি অঞ্চলে বন্যায় আটকেপড়া এক ব্যক্তিকে উদ্ধারের জন্য ড্রোনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে চারদিক থেকে পানিতে ঘেরা একটি ধসে পড়া ছাদে আটকে থাকা এক ব্যক্তিকে প্রায় এক মিনিটের মধ্যে একটি ভারী-লিফট ড্রোনের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাম্প্রতিক ভয়াবহ বন্যা থেকে মানুষকে বাঁচাতে চীন প্রযুক্তিগতভাবে উন্নত সরঞ্জাম ব্যবহার করছে, যে কারণে বন্যার পানিতে আটকে পড়া একজনকে উদ্ধার করতে প্রায় ১০০ কেজি ওজন তুলতে সক্ষম একটি ড্রোন ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, বৃষ্টিপাতের ফলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসকা- ঘটেছে। চীনের গুইঝো প্রদেশ আবারও বন্যার কবলে পড়েছে। তিনটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এবং ৩ লাখেরও বেশি পরিবারের বাসস্থান, রংজিয়াং কাউন্টিতে, এ সপ্তাহে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ছয়জন মারা গেছেন এবং ৮০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সূত্র : জে এন।