
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনের ওপর আরও কঠোর হন ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের পণ্য আমদানির ওপর চড়া শুল্ক চাপিয়ে একরকম বাণিজ্য যুদ্ধে জড়ান দেশটির সঙ্গে। তবে এবার সেই যুদ্ধ থামালেন ট্রাম্প নিজেই।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানান। যদিও বুধবার স্বাক্ষরিত সেই চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি। তবে এর মধ্যে দিয়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ থামবে বলেই ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল ইভেন্ট বিলের প্রচারণায় ট্রাম্প বলেন, ‘আমরা গতকালই চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এটি এমন কিছু যা আসলে কখনও ঘটতে পারত না।’
অবশ্য এ চুক্তি নিয়ে মার্কিন ও চীনা কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শুল্ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এ মাসের শুরুতে লন্ডনে বৈঠকও করেছে দুদেশ। অবশেষে আলোচনার মাধ্যমে যা আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নিলো। আর এতে করে উত্তাপ কমতে শুরু করেছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে।
অথচ, এর আগে গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক বাস্তবায়ন শুরু করে। পরে যদিও মে মাসে, যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য শাস্তিমূলক শুল্কের বিস্তৃত প্রত্যাহারে সম্মত হয়।
এদিকে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের কিছু দুর্দান্ত চুক্তি হতে হচ্ছে। সামনে সম্ভবত ভারতের সঙ্গে একটি খুব বড় চুক্তি হতে যাচ্ছে। যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি।’
রিপাবলিকান কর এবং ব্যয় হ্রাস আইন প্রণয়নের প্রচার করে ট্রাম্প বলেন, ওয়ান বিগ বিউটিফুল বিলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগুলির মধ্যে একটি। কেননা, এটি আমাদের সীমান্ত সুরক্ষিত করবে, আমাদের অর্থনীতিকে গতিশীল করবে এবং আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনবে।’