
মধ্যপ্রাচ্যে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান।
রয়টার্স জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে আলোচনা করার জন্য রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক করবে। রাশিয়া, চীন ও পাকিস্তান ১৫ সদস্যের সংস্থাটিকে মধ্যপ্রাচ্যে অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি রেজুলেশন পাসের প্রস্তাব দেয়ার পরই এমন সিদ্ধান্ত এলো।
প্রতিবেদনে বলা হয়েছে, তবে কখন ভোটাভুটি হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
কূটনীতিকরা জানিয়েছেন, তিনটি দেশ খসড়া প্রস্তাবটি দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে সদস্যদের মতামত জানাতে বলেছে।
প্রসঙ্গত, একটি প্রস্তাব পাসের জন্য কমপক্ষে ৯টি ভোটের প্রয়োজন। তবে শর্ত হচ্ছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া কিংবা চীনের কেউ ভেটো দেয়া যাবে না। অর্থাৎ এই পাঁচ দেশের কেউ ভেটো দিলে তা পাস হবে না।