Image description

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিসর বাড়াতে চায় না, তবে কোনো ধরনের হামলা হলে সমুচিত জবাব দেবে।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এমন মন্তব্য করেন। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের আগ্রাসনে ইরানে বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা নিহত হয়েছেন।

তিনি বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি, কিন্তু আমরা হামলার মাত্রা অনুযায়ী জবাব দেব।

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ পুরোপুরি জায়নবাদী ইসরায়েলের হামলা বন্ধের ওপর নির্ভর করে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, এরদোয়ান ফোনালাপে পেজেশকিয়ানকে বলেছেন, সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে যাওয়ার প্রক্রিয়াকে সহায়তা করতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।