Image description

সবচেয়ে উন্নত স্টিলথ যুদ্ধবিমান তৈরির জন্য একটি কাঠামোর অনুমোদন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

পাকিস্তানের সাথে নতুন অস্ত্র প্রতিযোগিতার মধ্যেই মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হলো। 

স্টিলথ যুদ্ধবিমান এক বিশেষ ধরনের বিমান, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করার ফলে দৃশ্যমান, শাব্দিক, অবলোহিত তরঙ্গ, এবং বেতার তরঙ্গ দিয়ে এর অবস্থান নির্ণয় করা যায় না। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রীয় পরিচালিত অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থাটি শিগগিরই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে যুদ্ধবিমানের একটি প্রোটোটাইপ তৈরির জন্য প্রাথমিক আমন্ত্রণ জানাবে।

এই প্রকল্পটি ভারতীয় বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির প্রধানত রাশিয়ান এবং সাবেক সোভিয়েত বিমানের স্কোয়াড্রন ৪২ থেকে কমে ৩১-এ দাঁড়িয়েছে। আর এ ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন প্রতিদ্বন্দ্বী চীন দ্রুত তার বিমান বাহিনী সম্প্রসারণ করছে। এছাড়া প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অস্ত্রাগারে চীনের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-১০ রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত স্টিলথ ফাইটার প্রকল্পের জন্য একটি দেশীয় সংস্থার সাথে অংশীদারিত্ব করবে এবং কোম্পানিগুলো স্বাধীনভাবে বা যৌথ উদ্যোগে দরপত্র জমা দিতে পারবে। বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন উভয় সংস্থার জন্যই দরপত্র খোলা থাকবে।

মার্চ মাসে ভারতের একটি প্রতিরক্ষা কমিটি দেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ওপর চাপ কমাতে সামরিক বিমান তৈরিতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল।  

 

বিডি প্রতিদিন