Image description
 

পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার পিসিবির সঙ্গে বৈঠক করে বিসিবি সফরে সম্মত হয়েছে। পিসিবি বুধবার আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে। ২৮ মে থেকে শুরু হবে সিরিজটি। 

তবে ওই সফরে যাবেন না জাতীয় দলের ডানহাতি পেসার নাহিদ রানা। তিনি দল থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ওই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিসিবি সূত্রে বিয়ষটি জানা গেছে। 

 
 

নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় তিনি কোন ম্যাচ না খেলে ফিরে আসেন। তার সঙ্গে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। রাওয়ালপিন্ডিতে ভারত হামলা করার পর বিসিবির সহায়তায় তারা নিরাপদে ফিরে আসেন। 

এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলে ফিরে যাননি নাহিদ কিংবা রিশাদ। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে দুই বাংলাদেশি ক্রিকেটার তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন।  

এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের বিষয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের থেকে মতামত নেবে বোর্ড। কাউকে পাকিস্তান সফরে যাওয়ার জন্য জোর করবে না বলেও জানায় বিসিবি।