Image description
 

মারা যায়নি মোহাম্মদ সিনওয়ার। এমন দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির শীর্ষ নেতা ওসামা হামাদানের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস। দাবি, মোহাম্মদ সিনওয়ারকে হত্যার লক্ষ্যে ইসরায়েল গাজায় বর্বরতা চালালেও তাদের অভিযান ব্যর্থ হয়েছে। জানান, এখনও হামাসের সামরিক শাখার এই প্রধান দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন।

এর আগে, সৌদি আরব ভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-হাদাথ জানায়, গাজার টানেল থেকে উদ্ধার করা হয়েছে মোহাম্মদ সিনওয়ারের মরদেহ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও দাবি করেছেন, সিনওয়ারের মৃত্যুর জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।