
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা করে দেশটিতে নিষিদ্ধ করেছে রাশিয়া। সোমবার এই সিদ্ধান্ত জানায় রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দপ্তর। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রাশিয়ার দাবি, অ্যামনেস্টি ইউক্রেনের পক্ষাবলম্বন করছে এবং তাদের কার্যক্রম রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। প্রসিকিউটরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনভিত্তিক এই সংস্থার অফিস রুশবিরোধী বৈশ্বিক প্রকল্পের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
রাশিয়ার অভিযোগ, অ্যামনেস্টি ইউক্রেনের কথিত অপরাধগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে সক্রিয় ভূমিকা নিয়েছে। পাশাপাশি সংস্থাটি যুদ্ধে উত্তেজনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বব্যাপী বন্দিদের অধিকারের পক্ষে এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে আসছে।